আবার কালো মেঘের ঘনঘটা -
সমাজে , দেশে , প্রশাসনে সর্বত্র
এক সুর l
রাজনীতি থেকে ধর্ম ; আমলা থেকে মন্ত্রী
সবাই এক মন্ত্রে দীক্ষিত :
'পেট ভরতে , পকেট ভর '
নাহলে তফাত যাও l
দুনিয়াটা এক জুয়ার আসর :
ল্যান্ড অব পোকার ; আর আমরা
সবজান্তা জোকার l
ঢেলে যাও নয় ভুলে যাও ;
এভাবেই চলতে থাকে ; সময়
আর সাময়িক জীবনযাত্রা l
সংস্কারকে সং সাজিয়ে , রং লাগিয়ে
বাজারে বেচে এসেছি l
মানবিকতার মুল্য আজ সংখ্যার গোলাম l
আর এখানেই বিধাতাও হেরেছেন :
আফটার অল ,
ডেমোক্রেটিক যুগ , গদি বাঁচাতে
তিনিও সংখ্যাতত্ত্বের হিসাব শিখছেন l