অন্যায় চলুক স্বগর্বে , বলতে যাবে কে ?
সব দেখুন ,ভাবুন , এগিয়ে চলুন
শুধু ওই বলা টুকু ব্যাতি রেখে ।।
ধর্মের নামে আজও মন্দির , মসজিদ ভেঙে পড়ে
ধ্বংস হয়ে যায় কত নামি বেনামি ইমারত ,
সব দেখুন , ভাঙুন , এগিয়ে চলুন
শুধু ওই মনুষত্বটুকু ব্যাতি রেখে ।।
খেটে খাওয়া চাষি মরছে ক্ষেতে ;
বন্ধ হয় কতই কলকারখানা দুদিন যেতে না যেতে ,
অন্যায় আবদার , গরিবের হাহাকার
সব শুনুন , ভাবুন , এগিয়ে চলুন
শুধু ওই প্রতিবাদটুকু ব্যাতি রেখে ।।
শ্রমিকের শ্রম আজও কাটা পড়ে রেলের তলে ,
আজও রাত্রি ঘনিয়ে আসে সমাজে,
মুখোশের আড়ালে।।
ঘুমন্ত শিশুটিকে কে জাগাবে আজ ?
কণ্ঠের ভাষা কখন গর্জে উঠবে আবার ,
কে বলবে এসে ,যাত্রী বেসে,"কান্ডারী হুঁশিয়ার " ।।
কে এসে শেখাবে এবার , সমাজ তুমি ভীষণ ভুল
মাটির নিচে শীতল ঘরে আজ যে নির্বাক
দুখু মিঞা বিদ্রোহী নজরুল ।।