হ্যাঁ , আমার ভয় হয়
এবার সত্যি ভয় হয় আমার
কাউকে হারানোর নয় , কোন ব্যর্থতার নয়
এবার তোমাদের ভয় হয় আমার ।।
দেবদাস হয়ে জীবন কাটানোর ইচ্ছা
ছিল না সেদিনের ওই জমিদার পুত্রের --
কি ছিল না তার ; অর্থ , মান , যশ ;
সব ছিল তার ।।
তবু পাগলের মত সমস্ত ছেড়ে
একা একা রাস্তায় বেরিয়ে
মরতে হয়েছিল তাকে ,
জানো , এই সমাজ আজও তার গল্প পড়ে
দু ফোঁটা চোখের জলে পরের প্রজন্মকে
সাবধান করে : পাগলামি করতে মানা করে ।।
ভয় হয় , এই প্রাপ্য মিথ্যা উপাধি দেখে
আমার ভয় হয় তোমাদের থেকে ।।
কত ভালোবাসার কাব্য লেখা হয়েছে
কত লায়লা , মজনুর প্রেমে সমস্ত হারিয়েছে
কত রোমিও , জুলিয়েটের বেদনায়
অস্থির হয়ে উঠেছে ।।
তবু যুগ যুগান্তর ধরে একই গল্প
বারবার ফুটে উঠেছে ,
কত ছেলে এই একটা ক্ষেত্রে দুর্বল হতে হতে
একদিন শেষ হয়ে গেছে ।।
ভালোবাসা খেলনা নয় , তবু কেন
যারা প্রকৃত ভালোবাসে তাদের কপালেই
মিথ্যা অভিযোগের কলঙ্ক এঁকে দেওয়া হয় ?
কেন ভালোবাসার নামে অভিনয়ের দাম
তোমাদের কাছে এত মূল্যবান ?
আর হৃদয় থেকে ভালোবাসা মানুষগুলো
তোমাদের চোখে দুমুখো- জানোয়ারের সমান !!
এর পরেও বলবে , সবাই সমান নয়
আবার নতুন করে বিস্বাস করে দেখো
কেউ না কেউ তোমার জন্য নিশ্চই অপেক্ষারত ।।
ক্ষমা করো , তোমরা ভাল থেকো
নিজেদের মত ভালজনকে খুঁজে রেখো ।।
সত্যি বলছি , অনেক আঘাত পেয়েছি , আর নয়
ভালোবাসা , মেয়েজাতি ; এসব নামে সত্যি এখন
আমার ঘেন্না হয় ।।