গভীর একটা রাত , তারা ভর্তি আকাশ
মৃদু শীতল বাতাস
একটা ঝর্ণার গর্জন , গতিশীল জলের ধারা
পূর্ণ যৌবন রূপে নদীর পাগলপারা
আমি ঠিক তোমায় এমনটি চাই ।।
সূর্যের সততা , চাঁদের কোমলতা
আলোয় বিদ্ধ করা মনের কথা ,
একটা স্বপ্নময়ী রাত
স্পষ্ট বাস্তবে মোড়া নতুন একটা প্রভাত ,
আমি ঠিক তোমায় এমনটি চাই ।।
ওই যে দূরে ধানের গোলা ,
মাঠে ঘাটে চড়ছে গরু অবলা
নিজের খেয়ালে , নিজের স্বাধীনতার আনন্দে
কাটুক জীবন নিজেরই বেমানান ছন্দে ,
আমি ঠিক তোমায় এমনটি চাই ।।
তোমায় দেখিনি কোনোদিন , তাই সখ হয়
তোমার মুক্তির আনন্দে খুঁজে দেখি তোমার পরিচয় ,
অপরিচিতা হয়েও তোমায় যেটুকু পেয়েছি
তুমি সেই ; মনে মনে সাজিয়ে দেখেছি ,
আমি ঠিক তোমায় এমনটি চাই ।।
যত কাছে গেছি ,
বারবার একই উত্তর খুঁজে পেয়েছি
একটা স্বাচ্ছন্দ জীবনের কথা
ভালবেসে কখনো ভালবাসা হারানোর ব্যাথা
তবু বেঁচে আছে জীবন , লড়াইয়ের পথে ।।
আমি তোমায় আর কিছু নয় ঠিক এমনটি চাই
সমস্ত জীবন ধরে ।।