প্রাণপণ খুঁজেছি তোমায়,
পেয়েছি-পেয়েছি তোমায়।
কিন্তু তোমাকে; পাইনি!
হয়তো আমি ভালো করে খুঁজিনি,
বা হয়তো তুমি এখন আসতে চাওনি।
অল্প হলেও পেয়েছি,
কিন্তু তোমায় ছোঁয়া বারণ।
বাস্তবতার রূপ ক্রমশ প্রকাশ্য,
তোমার রূপ অসাধারণ,
আমি খুবই সামান্য।
পেয়েছি তোমায়,
পেয়েছি তোমায়,
বলতে পারো কোথায়?
কবে কখন কীভাবে?
বললে কি তুমি মনে করতে পারবে?
অসাধারণ টা তো খুঁজেছি আমি,
আর বাস্তবতা প্রকাশ করেছো তুমি।
ধন্য তোমার রূপ, ধন্য তোমার ভালোবাসা।
রূপ-রং-গন্ধে তোমাকে নিজের করে নেওয়ার আসা।
সেই নীল দিঘির নীলিমায় সবাই হারায়,
সেই নীলে তুমিও ছিলে, আমি রয়ে গেলাম শুধু মায়ায়।
এখনো তোমায় খুজছি; প্রাণপণ খুজছি,
নতুন করে আবার স্বপ্ন দেখছি।
প্রাণের মায়ায় যে জড়ায়,
তাকে কি সহজে ভোলা যায়?
যত্নে রাখলেও সে যায়, সে চলে যায়!
সে হারিয়ে যেতে চায়।
কেনো কেউ হারিয়ে যায়?
কেনো কেউ হারিয়ে যেতে চায়?
প্রানপ্রিয়া কি এভাবেই হারায়?
বেচেঁ আছি আমি এখনো,
মনের এক কোণে রেখে তোমায়।
এখনো আমি তোমার অপেক্ষায়,
তুমি আসবে কবে আমার দোর-গোড়ায়।
তুমি কোথায়! বলো তুমি কোথায়?
@sander