মহালয়ার প্রতীক্ষায় মিষ্টি একটা ব্যাপার আছে,
বাড়ির সকলে বসে দেখব একসাথে।
ভোর এর আগেই সবাই সবাইকে ডাকাডাকি,
চেয়ার,আসন নিয়ে যে যার মতো হড়োহুড়ি।
আসলো যে শেষে তার কিছুটা উঁকিঝুঁকি,
মনে একটা অন্যরকম অনুভূতির আঁকিবুঁকি।
শ্রীশ্রীচণ্ডিকার ধ্যান শ্লোক দিয়ে মহালয়ার সূচনা,
নবরূপে দেবীমায়ের অশুভ শক্তি বিনাস বর্ণনা,
চন্ডীপাঠের মধ্যদিয়ে দেবী দুর্গার আহ্বানই মহালয়া।
ঘুম ঘুম চোখে হঠাৎ শঙ্খ ধ্বনি বাজে,
মহালয়া তর্পণের মাধ্যমে পিতৃপক্ষের অবসান ঘটে।
এবার সব গুটিসুটি হয়ে যে যার মতো বসে যায়,
এই তো শুরু সবাই চুপ "আশ্বিনের শারদ প্রাতে"।
সত্যি যেন কোথাও "বেজে উঠেছে আলোক মঞ্জির" সুপ্রভাতে।
শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহালয়া দৈব বানি সমান; কি অপরূপ,
অপার মহিমময়ী, পরব্রহ্ম-মহিষী,
ক্রমশ প্রকাশ্য অনেক রূপ,
আনন্দময়ী ভয় উগ্র ও প্রেমময়ী।
ভিন্ন ভিন্ন রূপের ভিন্ন ভিন্ন বৈচিত্র তেজ স্বরুপ,
মহামায়া সনাতনী, শক্তিরূপা, গুণময়ী।।
"তিনি এক, তবু প্রকাশ বিভিন্ন"
কখনো "নির্মলা কৌমারী রূপধারিণী",
আবার কখনো "ঐন্দ্রী উগ্রা শিবদূতী নৃমুণ্ডমালিনী চামুণ্ডা",
আবার এক রূপ এলো "তমোময়ী নিয়তি"।
"এই সর্বপ্রকাশমানা মহাশক্তি এবার আবির্ভাব হবে,
সপ্তলোক তাই আনন্দমগ্ন"।
"বাজলো তোমার আলোর বেণু,
মাতলো যে ভুবন"।
অতঃপর শেষাংশে আবির্ভূত শক্তিশালী মহিষাসুর,
এদিকে ক্রমশ প্রকাশ্য ভয় বৈচিত্র মিশ্রিত দেবী শক্তি রূপ।
দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম ,
দেবী অষ্টাদশভুজা সিংহবাহিনী মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার।
দেবীর অস্ত্রপ্রহারে দৈত্যসেনা ছিন্নভিন্ন,
মহিষাসুরমর্দিনী রূপ এলো শেষে কি এক চমকিত রূপের প্রকাশ,
দশপ্রহরণধারিণী মহিষাসুরমর্দিনী।
পিতৃপক্ষের অবসান ঘটলো,
দেবীপক্ষের সূচনা হলো।
ভোরের আলো ফুটতেই ঘাটে ঘাটে ভিড়,
পিতৃপুরুষের উদেশ্যে শুরু হয়েছে তর্পন।
তর্কে শরতের কাশফুল নাকি কাশফুলের শরৎ,
সে যাই হোক মহালয়া মানেই দেবীর আবির্ভাব মর্তে আগমন।
কত্ত ভিন্ন রূপে পূজো মণ্ডপে মহামায়ার আগমন,
কত্ত পূজো মণ্ডপ কত্ত ভিড়ের আগমন ।
আজ মহালয়ার প্রতীক্ষা বেলায়,
যেন আগের আনন্দ হাসি সব মনে এসে যায়।
বিজয়া লগ্নে দুঃখ সুখে চোখে জলও এসে যায় ,
আবারও আগের মতো দুর্গা মা মর্ত ছেড়ে স্বর্গলোকে চলে যায়।
মা ভালো থেকো ভালো রেখো,
সকলকে দেখো সবার ভালো করো।
প্রণাম সেরে লগ্ন শেষে দুর্গা মা এর জয় ধ্বনি,
প্রাণ কাঁদে মন কাঁদে বিসর্জনে যখন শুনি।
শেষ বেলায় মন ভার চোখে জল ভাসে,
আবার এসো মা আবার এক বছর সবাই তোমার অপেক্ষায় থাকে।।
@sander