বছর ঘুরে নতুন করে নতুন ভাবে,
আবার ফেরা নতুন কিছু সাথে নিয়ে।
সেই নতুনের একই রূপ, একই রং,
সেই একই চেহারা।
নতুনের সঙ্গে পাল্লা দিতে গিয়ে,
পরিবর্তনের সেই একই বেচারা।
পরিবর্তন কি কিছু করতে পেরেছে?
রং, রূপ, গন্ধে কিছু একটা আলাদা,
নড়েও না, কারোর সাথে কথাও বলেনা।
বাইরের পরিবর্তন দেখে সবাই অবাক চোখে,
ভেতরের মন টা কি আর দেখে লোকে !
হ্যা! মন এর পরিবর্তন বোঝাবে সে কেমন করে?
আর কাকেই বা কি বলবে,কি বোঝাবে?
সবাই তো এখন তাকে নিয়ে অট্টহাস্যে মাতে।
বেচারা বছর ঘুরে কি যে সাথে এনেছে?
আরও কিছু সমালোচনায় পড়েছে।
বেচারা বছর ঘুরেও বেচারাই থেকে গেছে॥



                                               @Säñdêr