এবারের পূজা কেমন কাটবে?
এবারও কি তুমি আসবে?
এবারও কি থাকবে পাশে?
তুমি কোনো উত্তর দিলেনা,
শেষ আট মাস তুমি ছিলেনা।
এত দিন তোমার কোনো খবর নেই,
তুমি কি করছ আমার জানা নেই।
আমার অপেক্ষা থাকবে সবসময়,
সময় কাটে এখন তোমারই প্রতীক্ষায়।
এবারের পুজোতে থেকো সাথে,
অষ্টমী টা যেনো কাটে তোমারই সাথে!
আগের পুজোর কথা গুলো মনে পড়ে,
তুমি আর আমি একসাথে।
সেই পুজোর কটা দিন সব ভুলে,
কেউ কিছু বলার নেই আমাদেরকে।
তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি এসো,
বিয়ের আগে প্রথম পূজো একসাথে কাটাবো।
তোমার জন্য কিনেছি লাল-নীল পাঞ্জাবি,
ষষ্ঠী তে চলে এসো কেনাকাটা কিছু বাকি।
সপ্তমী তে তোমার বাড়ি যাবো ,
বাবা মায়ের প্রণাম নেবো।
অষ্টমীর মায়ের পুষ্পাঞ্জলি,
তোমার পাশে দাঁড়িয়ে আমি।
নীল- হলুদ বা লাল কোন শাড়িটা পরবো?
তোমার পাঞ্জাবীর সাথে মিল খুঁজবো।
পুজোর কদিন ব্যস্ততা দূরে রেখো,
এই পুজোটা তুমি আমি একসাথে কাটাবো।
নবমী দিন ঘুরে ঘুরে আসবো,
পূজো প্যান্ডেলে প্যান্ডেলে যাবো।
তোমার সাথেই প্যান্ডেলের লাইনে,
তোমার হাতটা ধরে দাঁড়িয়ে,
মায়ের নবমীর প্রকাশ দেখবো।
তোমার সাথে সেই মুহূর্ত,
কি সুন্দর হবে তাই ভাবছি।
দূর্গা মায়ের পূজো দূর্গা মায়ের কত রূপ,
সুন্দর সুন্দর অপরূপ সাজ দেখব।
কাজের ব্যস্ততা কাজের জায়গায় রেখে এসো,
দশমীর পর তো চলে যাবে তখন আর তোমায় পাবো না।
পুজোর এই কদিন আমার সাথে থেকো,
পুজোর এই কটা দিন আমায় সময় দিও।