অচেনা রাতে প্রেম ধরা পড়ে,
মানুষ গুলো চেনা।
অজানা কোনো গল্প ভাসে,
ভেজা চোখে তখন কিছুই দেখা যায়না।
সেই গল্প কল্পনা করে ঘুম আসে চোখে,
আচ্ছন্ন ঘুমন্ত কল্পনাতে,
তোমার নাম ধরে কেউ ডাকে,
হঠাৎ ঘুম ভাঙ্গে আঁধার রাতে।
প্রেমের কবিতা লিখি,
প্রেমের আঁকিবুঁকি করি,
প্রেমের কথায় জল মুছি,
আবারও আরেক প্রেমে বানভাসী।
বড়ই অদ্ভুত সে বড়ই আজব,
ছেড়ে গেলেও থেকে যেতে চায়,
থেকে গেলেও ছেড়ে যেতে চায়,
এ জন্যই সে এখনো অদ্ভুত সে বড়ই আজব।
তাই অজানা রাতেও প্রেম ধরা দেয়,
অচেনা মানুষও তখন চেনা।
চেনা মানুষের অচেনা রূপ,
কষ্ট তখন শুধুই যন্ত্রণা।
ঘুমের ঘোরে তুমি আসো,
তোমার নাম ধরে কেউ ডাকে।
আচ্ছা! তোমার ঘুমের ঘোরে এমন হয়?
তোমার ঘুমেও কি আমার নামের ডাক আসে?
@সুমন প্রামাণিক