নীরবতায় ঘেরা সময়,
               কঠিন এই বাস্তবতা।
     অন্ধকারেও দেখা যায়,
            চোখ বুজলেও ঘুম আসেনা।

      চিন্তা হাজার কোটি প্রশ্ন,
     চিন্তা হাজার কোটি গল্পঃ,
যে গল্পগুলো শেষ হয়নি এখনও।

        সে গল্পঃ খানিক প্রশ্ন হয়েই রয়ে গেছে,
   মনের কোনো এক কোন ঘিরে নিয়েছে,
        উত্তর তো কেউ দিলোনা এখনো।

      আমি অবাক হলাম তোমায় দেখে,
  যখন তুমি চললে কোনো এক ভীষণ রূপে।

        অন্ধকারাচ্ছন্ন যেন চারিদিক ,
           যেনো চারিদিক নিস্তব্ধ,
সবাই শুধুই তোমার চলে যাওয়া দেখছে।

    কেউ সেই মুহুর্তে আবার ডাকছে তোমায়,
    তুমি কি শুনতে পেলে আমার তীক্ষ্ম ডাক?
      চারিদিকে আবার নিস্তব্ধতা,
      তীক্ষ্ম ডাক বীরাজমান,
      সেই মুহুর্তের সাক্ষী সবাই ,
      রয়ে গেলাম আমি একাই।

ভাবছি ফিরতে কি আর পারবে?
এই অন্ধকারে নিঃস্তব্ধ আলোতে,
সেই পথ চিনতে পারবে কি?
আবার কি আমাকে ঐ অন্ধকারে যেতে হবে?
তোমার হাত ধরে ফিরিয়ে আনতে!

এসব ভাবছি বাইরে কিছুটা আলো দেখা যাচ্ছে ,
নিস্তব্ধ আলোতে অনেকটা সময় পেরিয়ে গেছে,
সেই অন্ধকার পথ আমি কি আর খুঁজে পাবো?
পারবো কি চিনতে তিন বছর আগের সেই মুহুর্তেকে?