কৃষ্ণ প্রেমে মন মজেছে রাধা নামে প্রাণ,
প্রভুর কৃপায় সবার জন্য মধু মাখা হরি নাম।
দামোদর মাসে নীল আকাশ কৃষ্ণ গুণগান,
প্রাণ জুড়ায় যখনই শুনি প্রভুর অষ্টতর শতনাম।
কখনো নীল ঝর্না রাতে,
তুমি সোনালী আলোর সন্ধ্যা।
হাত বাড়িয়ে তোমায় ডাকি,
তুমিই আলোক তন্দ্রা।
জ্বালিয়েছো তারা আকাশ জুড়ে,
অপরুপ তোমার আভা।
সোনালী আলোয় ভরিয়েছো,
সন্ধ্যা রাতে আকাশ ভরা তারা।
দামোদর এই মাস কৃষ্ণ প্রেমে মজে,
সন্ধ্যায় প্রদীপের আলো জ্বলে ওঠে।
সুমধুর এই সময় চারিদিক আলোময়,
প্রেমের গান হরি নাম আর নগর কীর্তন।