এই নিরন্তর ছায়াময় পথে,
তুমি জোনাকির আলো।
কখনো যেনো ভেসে বেড়াও,
শান্ত স্রোতে নৌকোর মত।
আবার কখনো ভিড়ের মাঝেও তোমায় পাই,
ভিড়ের মাঝে ঐ যেনো কিছু পলক,
সেই ভিড় ঠেলে পরের পলকে তোমায় হারাই,
এভাবেই বারেবারে তোমার প্রেমে পড়ে যাই।
কোনোদিন হলোনা কথা আলাপ চারিতা!
তবুও যেনো অনেকটা তুমি চেনা।
তুমিও কি ভিড়ের মাঝে আমায় খোঁজো,
তুমিও কি আমায় হারাও নাকি জানিনা?
তবে কোনো একদিন প্রতিটা পলক তোমায় দেখব,
কোনো একদিন তুমি আমি সেই ভিড়ে পাশাপাশি থাকবো।
চিরন্তন নিরন্তর এভাবেই আমি প্রেম করি ,
এভাবেই আমি বারবার প্রেমে পড়ি।
নিরন্তর এই প্রেম তোমায় ঘিরে,
ছায়াময় পথ, শান্ত স্রোত সবেতেই তুমি বর্তমান,
এখনো ভিড়ে আমার প্রতিটা পলক তোমায় খোঁজে,
ভাবি প্রতিবার সেই ভিড় ঠেলে তোমায় যদি খুঁজে পেতাম!
তোমায় খুঁজে পেলে আমার প্রতিটা মুহূর্ত সুন্দর হবে,
প্রতিটা পলক সুন্দর হবে,
সেইসব ছায়াময় পথে তুমি আমি একই সাথে,
সেই শান্ত স্রোতে ছোট্ট নৌকোয় দুজন একসাথে।
এভাবেই বারে বারে প্রেম আসে,
দুজনেই স্রোতে ভেসে থাকে।
সেই প্রেম আবার কখনো ঐ শান্ত স্রোতে পা ভিজিয়ে যায়।
সেই ছায়াময় শান্ত স্রোতে নরম চাঁদের আলো ঝলকায়,
সেই শান্ত স্রোতে ছোট্ট নৌকোয় এই দুজনের কতো স্মৃতি ভেসে যায়।
@সুমন প্রামাণিক।