মনে করো - করো মনে,
  আকাশের রং যায় ক্ষণে ক্ষণে।
এতো বড়ো আকাশটা কতো সব চিত্র ধরে রাখে,
  আবার সেই আকাশেরও রং যায় ক্ষণে ক্ষণে!

তুমি ফিরে আসলে-না বরং আকাশের রং এর মত দূরে সরে গেলে ক্ষণে ক্ষণে।
কিন্তু আমি রয়ে গেছি তোমার অপেক্ষাতে।।

   একা চাঁদ বেঁচে আছে তোমায় ছাড়া এ রাতে,
   বয়ে নিয়ে সুখ একদিকে আর কষ্ট চারিপাশে।
      রাত দিন একাকার হয়ে গেছে এখানে,
   ভরা জল-স্রোতে বালুকা শেষ হয়না যেখানে।

বালুকা বেলায় কোনো এক দিন দেখা ঝিনুকের বেশে,
যে ঝিনুক নীরব খোলস ছেড়ে গিয়েছে কোনো এক জল-স্রোতে।

   বালুকা বেলায় সেই ঝিনুক কেউ কুড়িয়ে পায়,
      আবার কেউ হারিয়ে ফেলে জল-স্রোতে।
       বালুকা বেলায় কেউ তোমায় হারায়,
           তোমার রূপ-রঙ বর্ণ দেখে!

   সেই বালুকায় কেউ তোমায় খুঁজে বেড়ায়,
হাহাকার করে চারিদিকে তোমায় পাবে বলে।
     শুধু রয়ে যায় খোলস বালুর আবরণে,
   স্মৃতি রূপে খোলস রেখে যায় বালু-জলে।
এত অসীম এই বালুচরে কতো ঝিনুকের আনাগোনা,
  অগণিত সেই সব ঝিনুকের মধ্যে তুমি কোথা?

বালুকা তবু কত-শত নীরব খোলস বয়ে বেড়ায়,
সেই বালুকা বেলায় আজ আরও একবার আকাশের রঙ মিশে যায়।




              
                                              sander