*তুমি জাগবে যখন*
তুমি জাগবে যখন দেখবে সকাল,
নতুন আশার আলো,
ভোরের কিরণ লাগাবে প্রলেপ,
যাবে আঁধারের সব কালো।।
তুমি জাগবে যখন চোখটি মেলে,
দেখবে একটি বার,
সামনে তোমার নতুন জীবন,
ডাকছে বার বার।।
তুমি জাগবে যখন শুনবে তখন,
পাখির কুহুতান,
বলছে যেনো জাগো এবার,
শুরু করো জীবনসংগ্রাম।।
তুমি জাগবে যখন পুরোনো স্মৃতি,
পড়বে তোমার মনে,
দিন করবে শুরু, সব খারাব স্মৃতি
সরিয়ে রেখে দূরে।।
জাগবে যখন জানবে সকাল,
শুধরে নিও ভুল,
সুখের হবে জীবন তোমার,
সকাল রাত দুপুর।।