*তোমার পড়বে মনে যেদিন*

তোমার পড়বে মনে যেদিন,
হয়তো থাকবো না আর সেদিন,
তখন দোষ দিও না আমায় তুমি,
ফিরবো না পাশে তোমার ।
তোমার পড়বে মনে যেদিন।

হয়তো তখন অনেক দূরে,
অসীম আকাশ তেপান্তরে,
পড়বো মনে হয়তো যেদিন,
দেখবে না আমায় সেদিন।
তোমার পড়বে মনে যেদিন।

বুকের ভেতর পাবে খালি,
পড়বে মনে প্রেমের বুলি,
ডাকবে আমায় যেদিন,
হয়তো পাবে না সাড়া সেদিন,
তোমার পড়বে মনে যেদিন।

খুঁজবে আমায় চতুর্দিকে,
চাইবে আমায় পাশে,
শূন্যতায় থাকবে ভরা
আমি থাকবো না সেদিন,
তোমার পড়বে মনে যেদিন।

সবাই যখন যাবে ছেড়ে,
অশ্রু জলে প্রাণ ভাসাবে,
মাথায় তোমার রাখতে হাত
পাবে না আমায় সেদিন,
তোমার পড়বে মনে যেদিন।

এখন আমি এতই দূরে,
ফিরবো আবার পরজন্মে,
পড়বে মনে তখন যদি,
ডেকো আমায় সেদিন।
তোমার পড়বে মনে যেদিন।
তোমার পড়বে মনে যেদিন।