*তোমাকে আর ভালোবাসিনি*
আমি তোমাকে তো আর ভালোবাসিনি,
মনে ডাকিনি,কথা বলিনি,
আমি তোমাকে তো আর ভালোবাসিনি।।
ইচ্ছাতে নেই হোক দেখা আবার,
দেখা হয় নি, মনে পড়েনি,
ব্যথা ওঠেনি,কথা রাখোনি,
আমি তোমাকে তো আর ভালোবাসিনি।।
গেছো চলে দূরে আমার,
সাথে চলিনি, হাত ধরিনি,
হৃদয় ফাটেনি,তুমিও ফিরে দেখোনি
আমি তোমাকে তো আর ভালোবাসিনি।।
তুমি ভুলে গেছো আমায়,
হলে অচেনা, কেনো বুঝিনি,
চিঠি লিখিনি, স্মৃতি রাখোনি,
তোমাকে আর ভালোবাসিনি।।
তুমি বলেছিলে প্রেম নাই আর,
কথা শুনেছি, মানা করিনি,
জোর করিনি, সাথে থাকোনি,
আমি তোমাকে তো আর ভালোবাসিনি।।
তাও শুধু পড়ো মনে,
থেকে গেছো মনের কোণে,
দিয়েছিলে দিব্বি প্রেমের, আমি তা ভুলিনি,
তাই তোমাকে আর ভালোবাসিনি।।