শুভ সকাল

ওই দেখো উকি দেয় পুব কোনে উষা,
মোরগের ডাকে পালায় ঘনঘোর নিশা।
পাখির কলরবে আছে যেন সেই ভাষা,
ফিরে আসে নতুন প্রভাত, নিয়ে নতুন আশা।
স্নিগ্ধ বাতাসে ভেসে বেড়ায়,পুষ্পের সুগন্ধ,
সবুজ ঘাসে ফুটে ওঠে শিশিরের বিন্দু।
রাতের স্বপ্ন ভাঙ্গে প্রথম প্রহরে,
এলো নতুন সকাল , কড়া দেয় দ্বারে।
কুড়ি সব ফুল হয়ে গাছে বসে হাসে,
মাটি দেখো আলপনা বাসী ফুলে সাজে।
ঝি ঝি পোকা করেছে চেঁচানো বন্দ,
নীরবতা ভেঙ্গেছে হয়েছে আবদ্ধ।
গোয়ালেতে গরু সব একসাথে হাঁকে,
খুলে দাও বন্ধন যেতে হবে কাজে।
কাঁচা পথে হেটে চলে কৃষকের দল,
বুকে নিয়ে স্বপ্ন ,কাঁধে নিয়ে হাল।
মেঠো পথে রমণী কলসী কোমরে,
গেঁয়ো যোগী ধরেছে তার গান বাউলে।
রমণীয় দৃশ্য সেজে ওঠে প্রভাতে,
তরতাজা করে দেয় দুঃখিত মনকে,
শুরু হয় শুরু থেকে নতুন জীবন,
চলা শুরু করতে আবার নতুন স্বপ্ন পূরণ।।