*সন্তু সোনা*
এক যে আছে সন্তু সোনা, খুলনাতে যার ঘর,
বারাসতে জন্ম হলেও, আপন সে সবার।।
বোনের থেকে কম কিসের, সবার খেয়াল রাখে,
জিদ একটু থাকলেও তার এমনি শান্ত থাকে।।
বদ ময়না কাছের হলেও মা র হাতের রান্না খায়,
বদ দাদাটা বড়ই বদমাশ, তাই মারামারি হয়।।
সাজতে গুজতে ভালো লাগে তার, ফটোজনিক ফেস,
ঘোরার কথা উঠলে পরেই নাড়তে থাকে লেজ।।
পেশেন্ট নিয়েই খেলা তার, করে অপেরাশন।
ডাক্টর হতে লাগে ভালো, এটাই যে তার প্যাশন।।
পেট ডলাতে বড়ই আরাম এটাই শুধু চায়,
নতুন লোক আপন হয় একটু আদর যদি পায়।।
ফেসবুকেতে হয় যে দেখা,ভালোই চিনি তাকে,
এমন লক্ষ্মীসোনা থাকলে ঘরে,সবার খুশির মেজাজ থাকে।।
ভালো থেকো সুস্থ থেকো সন্তু সোনা সবার,
আনন্দেতেই কাটাও দিন আর শত আয়ু হোক তোমার।।