*সময়*
সময় সময় সময়,
দুইটি রূপে যায় যে চেনা
তোমার পরিচয়,
ভালো খারাপ মিশিয়ে থাকো,
তাই তো তুমি সময়।।
অহংকার কিসের এতো,
করোনা তো অপেক্ষা,
ইচ্ছে হলেই নিতে থাকো,
যখন তখন পরীক্ষা।।
ভয়ঙ্কর এতই তুমি,
সবাই পায় ভয়,
ঝামেলা কেউ চায়না,
তোমার সঙ্গ শুধু চায়।।
তুমি ভালো থাকলে পরে,
খুশি সবাই থাকে,
একটু খারাপ হলেই তুমি,
দুঃখ আনো ডেকে।।
সবাই বলে আছে সময়,
মনটা দিতে কাজে,
চলে গেলে নাকি তুমি,
ফিরবে না আর কাছে।।
তোমার নাকি সঙ্গী সাথী,
শুভ আর অশুভ,
সম্মানটা করলে ওদের,
তবেই সফল হবো।।
তোমার সাথে চললে তবেই,
আধুনিক হওয়া যায়,
তুমি একটু এগিয়ে গেলেই,
অচল উপাধি পায়।।
স্বার্থপর এতই তুমি,
বন্ধু বানাওনি,
চলতে থাকো নিরন্তনে,
কারোর জন্য দাঁড়াওনি।।
তোমায় নিয়ে গর্ব করি,
ইচ্ছা তেমন নাই।
হয়তো এখন সঙ্গে আছো,
একটু পরে নাই।।