*একটু খানি বসো পাশে*
সবে তো এই এসেছো,
একটু খানি বসো পাশে,
দুটি কথা প্রেমের আমি,
বলছি শোনো তোমার কাছে,
সবে তো এই এসেছো,
একটু খানি বসো পাশে।।
সময় যে আর তোমার কাছে,
নেই যে সেটা ভালোই জানি,
তবে কি প্রেম নাই আর,
আমার জন্য সেটাই মানি।
সবে তো এই এসেছো,
একটু খানি বসো পাশে।।
তুমি না হয় ভুললে আমায়,
আমার কাছে তুমিই প্রেম,
কি কিরে করে ভুলবো আমি,
শপথ ছিলো তোমার কাছে
সবে তো এই এসেছো,
একটু খানি বসো পাশে।।
তুমি তো আর কোনোদিন,
রাখবে না হাত আমার হাতে,
দুটি চোখ থাকবে আশায়,
আবার তুমি আসবে কবে,
সবে তো এই এসেছো,
একটু খানি বসো পাশে।
হয়তো এটাই শেষ দেখা,
তোমার আমার দুজনেরই,
এই দেখাটাই রাখবো মনে,
থাকবো শুধু আমি তোমারই।
সবে তো এই এসেছো,
একটু খানি বসো পাশে।
দুটি কথা প্রেমের আমি,
বলছি শোনো তোমার কাছে।।