*শত্রুর কাছে কৃতজ্ঞতা*
আমি তোমার কাছে চির কৃতজ্ঞ।
তোমারই জন্য চিনেছি মানুষ, জেনেছি তার পরিভাষা।
তোমার শত্রুতা জানান দিয়েছে,বেমানান এই সখ্য।
আমি সত্যিই তোমার কাছে চির কৃতজ্ঞ।।
সারাজীবন শুনতে চেয়েছি নাম আমার ,
বুঝিনি কত বদনাম আছে সুপ্ত,
আজ তোমার কারণে হলো জ্ঞান মোর,
তাইতো তোমার কাছে আমি কৃতজ্ঞ।।
তুমি শত্রু, তুমিই আমার পথপ্রদর্শক।
তুমি না থাকলে বেঠিক পথের ছিলাম আমি অজ্ঞ,
চিরদিন আমি তাই তোমার কাছে কৃতজ্ঞ।।
সত্যটা কে সামনে ধরে চেনালে তুমি জীবন,
কৃতঘ্নতার পাঠ পড়ালে হয়ে বড় বিজ্ঞ।
কী করে আমি না হই বলো তোমার কাছে কৃতজ্ঞ।।
তোমারই কারণে নিজেকে চিনিলাম,
আমি আমার পরিচয়।
শত্রু হলেও তুমি মহাগুরু, নতমস্তক মোর তোমার কৃতজ্ঞতায়।।