*শহরতলীর গ্রাম*
কত দিন পর এলাম এ গ্রামে,
লাগছে যেনো অচেনা, অজানা এক ভীন দেশ।
কিন্তু ছোটবেলায় কতবার তো এসেছি, আজ লাগছে সব নতুন।
কোথায় গেলো সেই সরু রাস্তা, পথের ধারে চায়ের গুমটি।
সেই কচুরিপানা ভরা পুকুরটাও পাচ্ছিনা দেখতে,
কেরোসিনের ঢিবি জ্বালানো সাইকেল ভ্যান গুলোও গেছে হারিয়ে।
এ যেনো কোন অজানা দেশ অচেনা ভেশ।
চারিদিকে উঁচু উঁচু বাড়ি, বাড়ির গ্যারেজে দামি দামি গাড়ি।
পথের ধারে ঝকমকে শপিং মল,
তাকে ঘিরে গজানো সব ফুড কোর্ট।
পিঁপড়ের সারির মতো চলছে কতো টোটো,
রাস্তাতে আর যায়না দেখা সেই গুটি কয়েক অটো।
কেউ জানেনা আসে কখন জোয়ার ভাটার সময়,
নৌকো গুলোয় ছেদ পড়েছে, নতুন সেতু হওয়ায়।
পুকুর গুলো হয়েছে ভরাট, উঠেছে নতুন বাড়ি,
যায়না চেনা গ্রামের পথ আর পাড়ার অলিগলি।।
শুকনো মাঠে এখন কেউ খেলে না,
রকে আড্ডাও নাই,
খবর কারোর কেউ রাখেনা, প্রতিযোগিতায় ব্যস্ত সবাই।
কত কবিতাই লিখেছে কবি তোমায় বুকে নিয়ে,
নিজের মাধুর্যতা শেষ করেছো মডার্ন হতে গিয়ে।
চিনতে তোমায় পারছিনা আজ সত্যি বলছি আমি,
বদলে গেছে তোমার মন আর বদলে গেছো তুমি।।