*শীতকালের দুপুরবেলার ছাদ*
শীতকালেতে দুপুর বেলায়,
ভীড় দেখা যায় ছাদে,
খাওয়ার পরে বাড়ির সবাই,
বসে রোদের তাপে।।
মাদুর পাতা বাড়ির ছাদে,
মা কাকিমার ভীড়।
উল আর কাটা সবার হাতে,
সব সম্পর্কই নিবিড়।।
দিনদুনিয়ার গল্প যে হয়,
যত আবোল তাবোল।
সব বাহানার একটা কথাই,
রোদ পোহানই আসল।।
লেপ কম্বল সবার ছাদে,
মারতে থাকে উঁকি,
আমলকি সব শুকোচ্ছে প্লেটে,
চলে পাখির খুনসুটি।।
রোদের তেজে পীঠ পোড়া,
আর একটু ছায়া খোঁজা।
তাও মনে হয় খাওয়ার পরে,
রোদ ছাড়া নাই মজা।।
লাটাই হাতে ওড়ায় ঘুড়ি,
কাটাকাটির খেলা,
ছাদ ই হয় স্বর্গ সবার,
শীতকালের দুপুর বেলা।।