*শেষদিন*
পরিবেশটা আজ কেন জানি থমথমে,
পাশের বাড়ির কুকুরটাও কেঁদে উঠছে না জানি কিসের মর্মে।
আজ বাড়িতে এসেছে কত লোক,
যাদের সাথে হয়তো কোনোদিন কথাও বলিনি জানিনা তাদের মুখেও কেন আজ এত শোক।
গায়ে আমার ইতর আর নাকে আসছে ফুলের গন্ধ,
তাও কেনো জানিনা হয়ে আছে আমার দম বন্দ।
আত্মীয়দের চোখে জল, করুন আর্তনাদে ভরা পরিবেশ।
কারণটা কী বুঝিনি এখনো কেনো এই সমাবেশ।।
জায়গায় জায়গায় চার পাঁচ জনে করছিল কিছু জল্পনা,
কেউ কেউ আবার করছিল আমার সুনাম ,ভাবছিলাম হয়তো এটা কল্পনা।।
মা দেখি কাঁদছে ঘরে,বাবা চুপচাপ,
বউ আমার আছে অজ্ঞান, ছেলে নির্বাক।
অবাক কাণ্ড কেউ আমায় দেখেও দেখছেনা,
জানিনা কেনো হয়ে গেলাম আমি সবার কাছে অচেনা।।
উঠোনে দেখি শুয়ে আছে কেউ
ফুলের সাজে বাঁশের বিছানাতে।
লাগছে চেনা ,হ্যা একে তো রোজ দেখি মুখ রেখে সেই আয়নাতে।
হঠাৎ করে বয়ে গেলো ঝড় মনে,
হয়ে গেলো বুক খালি,
আর্তনাদ মোর শুনলোনা কেউ
দেখলোনা এক ফালি।
আমি নেই আমি নেই হয় না যে বিশ্বাস,
ছেড়েছি দেহ ছেড়েছি নিশ্বাস।
ছিলোনা সাধ থাকবো এমন মধ্য মনি হয়ে,
থাকবো শুয়ে নিষ্পাপ মৃতদেহ হয়ে।