*স্কুলে ভর্তি হওয়ার বায়না*
মা আমি স্কুলে যাবো
করবো পড়াশুনো,
দাওনা কিনে বই খাতা আর,
নতুন জামা জুতো।।
সব বন্ধু একসাথে মা,
স্কুল যায় যখন,
আমারও তো মা ইচ্ছে করে,
সঙ্গে যেতে তখন।।
সবাই যখন এক সাথে মা,
স্কুলের গল্প করে,
আমি তখন বোকার মতো,
থাকি চুপটি করে।।
বলতে কথা ওদের সাথে,
লজ্জা আমার লাগে,
বুদ্ধু বলে রাগায় ওরা,
স্কুলে যাইনা বলে।।
খেলার ওদের কত সময়,
স্কুলে গিয়েও খেলে,
কি হবে মা আমার একটু,
স্কুলে ভর্তি হলে?
পড়বো আমি শিখবো অনেক,
ইচ্ছে অনেক জানা,
স্কুলে মা, দাও না যেতে
করছো কেনো মানা?
মাজবো বাসন লোকের বাড়ি,
খাবো ভাতের মাড়,
মাসমাইনে স্কুলের আমি
করবো ঠিক জোগাড়।।
যা বলবে তাই শুনবো,
মানবো সব কথা,
দাও না মা স্কুলে যেতে,
আর দিওনা বাঁধা।।
গরিব আমরা খুব জানি মা,
পড়ার সময় নাই,
করবো উঁচু মাথা তোমার,
যদি, স্কুলের সুযোগ পাই।।