*সন্ধ্যাবেলা*

একা একা আছি বসে,
নেই কোনো খেলা।
সব কাজ শেষ হলো,
এখন সন্ধ্যা বেলা।।

সকাল বেলায় সূর্য ওঠে,
শুরু দিনের চলা,
দিন চলে যায় এক পলকে,
এখন সন্ধ্যা বেলা।।

শৈশব ছিলো, যৌবন ছিলো,
মন ছিলো খোলামেলা।
এখন মনের কোণে কালি জমেছে,
কারণ সন্ধ্যাবেলা।।

বছরের পর বছর যায়,
যায়না কিছুই ভোলা।
শূন্য মনে ভাবছি বসে,
এখন সন্ধ্যা বেলা।।

সব থাকতেও শুন্য লাগে,
এটাই জীবনের খেলা।
দিনভর কতো আলো
কিন্তু এখন সন্ধ্যা বেলা।।