চোখ খুলতেই আবার সকাল,
কানে বন্ধুদের সেই ডাক,
আয় রে আয় জলদি উঠে,
গন্তব্য স্কুলের সেই মাঠ।।
আসবে সবাই , হবে আবার দেখা,
স্মৃতিচারণের ছবি আঁকা,
অনেককে চেষ্টা চেনার,
সুযোগ,নিজেকে আবার তুলে ধরার।।
হয়তো বা কেউ গেছে হারিয়ে,
কেউ বা আবার আছে গুটিয়ে,
বাঁধন খুলে রাস্তা খুঁজে,
আয় না সবাই স্কুলের পথে।।
ফিরবো আবার সেই পুরোনো দিনে,
বয়স কত সেটা যাবো ভুলে,
সবাই মিলে করবো মজা,
পাবো ফিরে আবার সেই ছোট্টবেলা।।
হয়তো যাবে একটা দিন ই,
কিন্তু হবে সেটাই দামী,
আয় না সবাই হবে দেখা,
আজ স্কুলমাঠে আবার মিলন মেলা।।