*পুরোনো ব্যথা*
মনে পড়ে সেই পুরোনো দিনের কথা,
এসেছিলাম দুজোনায় দুই পথ ধরে আলাদা আলাদা,
মিশে ছিল এক মোড়ে হয়েছিলো দেখা,
সেই ছিল একসাথে এক অজানা পথচলা।
ছিলো কত কথা, ছিলো প্রতিশ্রুতি ,
ছিল খেয়াল রাখা একে অপরের,
আজ খুব মনে পড়ে সেই দিনের কথা,
ছিলো ভালোবাসা এক হয়েছিলো হৃদয় দুজনের।
কত রঙিন স্বপ্ন হয়েছিলো দেখা,
ভবিষ্যতের ছিল কত কল্পনা,
কিন্তু হায়, আজ সব দুঃস্বপ্ন জীবনের আমার,
মনে করে দেয় হৃদয়ের ব্যথা বেদনার।।
কবে কি করে পথে এলো বাঁক,
কখন আলাদা হয়ে ঝরে গেলো তারা,
চাইনা রাখতে মনে সেই অভিশপ্ত তিথি,
ফেটে যায় বুক চাই ফেলতে মুছে বেদনার স্মৃতি।
ভেঙে গেছে সেই পথ, ভেঙে গেছে মন,
ভেঙে গেছে মনে প্রেমের মেলা,
ভুলে গেছি সে হাসি আর ভালোলাগা অপেক্ষা,
শেষ হয়ে গেছে জীবনে সব রঙের খেলা।
পরে মনে আজ পুরোনো দিনের কথা,
কেনো হয়েছিলো দুই পথ এক, হয়েছিলো দেখা,
কেনই বা ধরলো ফাটল মসৃন পথে,
দিয়ে গেলো যন্ত্রনা, রয়ে গেল শুধু ব্যথা।।