*প্রথমবার উড়োজাহাজের অনুভব*
হাওয়ায় ওড়ার শুরু যেথা,
ওটাই এয়ারপোর্ট।
CSF দিয়ে ঘেরা জায়গা,
যেনো আস্ত একটা ফোর্ট।।
যেমন দেখি নোংরা জায়গা
রেলের স্টেশন।
স্বচ্ছতাই এয়ারপোর্টের
একটি মাত্র মিশন।।
শুরু থেকেই লাইনে লাগা,
আগে থেকেই ঢোকার।
পরিচয় পত্র লাগবে সাথে,
সিকুরিটি দেখবে বার বার ।।
হ্যান্ড ব্যাগেজ ই সাথে রেখো,
কম হয় ঝামেলা।
নইলে আবার চেক ইন করো,
লাইনে লাগার ঠেলা ।।
বোর্ডিং পাস আগে থেকেই,
করা অনেক ভালো ।
সোজা গিয়ে সিকুরিটি তে,
লাইন টা দিয়ে ফেলো ।।
কোনো প্রকার জ্বলন জিনিস,
রেখোনা গো সাথে।
ধারালো জিনিস রাখলে ব্যাগে,
পুলিশ ফেলবে সাথে সাথে ।।
এরপরে তে বোসো গিয়ে,
আরাম কেদারায়।
নজর রাখো সামনে রাখা,
টিভির পর্দায় ।।
প্লেনের সময় দেখবে এতে,
গেটের নম্বর পাবে।
সময় এলেই ঠিক গেটে তে,
লাইন দিয়ে দেবে ।।
এরপরে তেই মওকা পাবে,
প্লেনের ভেতর যাওয়ার,
বোর্ডিং পাসটা হাতেই রেখো,
ওরা দেখবে আর একবার ।।
সিটে বসে সিটবেল্ট
বাধবে মনে করে,
ঘোষণা সব শুনতে হবে,
মোবাইল বন্দ করে ।।
এবার তোমার ওড়ার পালা,
ছাড়বে জাহাজ মাটি।
খোলা আকাশে উড়বে তুমি,
হবে পাখির অনুভূতি ।।
আবার জাহাজ ছোবে মাটি,
হলো নামার পালা।
মনে রেখো প্রথম বারের,
হাওয়ায় ওড়ার খেলা।।