প্রেমে ভাঙ্গন

হয়তো আমার প্রেমে কিছু খামতি ছিলো, তাই আজ আমায় ছেড়ে চলে গেল অন্য কাউকে বুকে বেঁধে।
জীবনভর থাকবে সাথে ,করে ছিলো প্রতিজ্ঞা,
কিন্তু জানিনা কি এমন আমার অত্যাচারে আমার ভালোবাসাকে করলো অবজ্ঞা,
দিয়ে দিলো মন অন্য জনে করে আমাকে অবহেলা।
ও শুধু আমার প্রেম ছিলোনা ছিল আমার দায়িত্ব,
তাও দিলো না করতে পালন দিলো না তার কোনো গুরুত্ব।।
ভালোবাসা ছিলো আমার অহংকার, আমাকে মিথ্যা প্রমান করে দিলো,
কি করে বোঝাবো মন কে, যে পুরো খালি হয়ে গেলো।।
আমি ওর খুশিতেই থাকবো খুশি, থাকুকনা যেখানেই ও,
ভালোবেসেছি ওকে আমি প্রাণ চাইলে সেটাও দেবো।।
প্রেমের বলিদান দিলাম তোমায়, দেখে নিও পাবোনা কষ্ট কোনোদিন,
একবারই বেসেছিলাম ভালো, আমার ভালোবাসা সঙ্গে যাবে মরবো যেদিন।