*প্রেম আর ভালোবাসা( গান)*

কি করে বোঝাই তোকে আমি শুধু তোর,
প্রেম আর ভালোবাসা দুজনেরই অমর।
সন্দেহ মনে তোর আছে আমি জানি,
ভালোবাসা খাঁটি তোর সেটা আমি মানি।।

চারিদিকে কত ছেলে করে আনাগোনা,
তোকে ছাড়া কাউকে যে মনে ধরে না।
ভাবিস না তুই একলা বাসিস ভালো আমাকে,
আমিও যে পাগল হলাম তোরই প্রেমে।।

হবো না যে দূর আমি, পেও না ভয়,
লতার মতন জড়িয়ে থাকবো তোমায়।
তুমি আর আমি হবো প্রেমের উদাহরণ,
স্বর্গ থেকে ফিরবো আবার সাথে দুজন।।

কী করে বোঝাই তোকে আমি শুধু তোর।
প্রেম আর ভালোবাসা দুজনেরই অমর।।