*প্রাক্তন*

আমি ছিলাম কখনো তোমার,
      কিন্তু তুমি এখন অন্য কারোর,
এখনও আমি শুধুই তোমার,
        অন্য কারোর নেই যে কদর।।
পাগল ছিলাম তোমার প্রেমে,
         আমার পুজো ছিল তুমি,
পৃথিবীতে কেউ ছিলোনা,
         যেমন সুখী ছিলাম আমি।।
তুমি আমার প্রথম প্রেম,
         তুমিই আমার শেষ,
সব ছিলো জন্যে তোমার,
        নেই যে কিছু আর অবশেষ।।
যাওয়ার সময় বললে তুমি,
         যা হয়ে যা অন্য কারোর,
ভাবার তোমার হলোনা সময়,
       তুমি যে তখন অন্য কারোর।।
ভালোবাসা জানি একবারই হয়,
    তাই বেসেছি ভাল শুধু তোমায়,
খেলতে তোমার লাগতো ভালো,
     তাই বানালে খেলনা আমায় ?
সব কিছুই আছে তোমার,
      যা চেয়েছো এই জগতে,
আমিই শুধু ফেলনা হলাম,
     তাই তো আমি শূন্য হাতে।।
লোকে এখন আমায় পাগল বলে,
      সবার হাসির খুরাক আমি,
পথে পথে খুঁজছি তোমায়,
       পাই যদি পাই আমার তুমি ।।
তোমার জন্য এখনো আমি,
          পারিনি গো করতে বিয়ে,
একলা আছি থাকবো একা,
       বাঁচবো তোমার স্মৃতি নিয়ে।।
অনুরোধ একটি তোমায়,
      আর এসোনা সামনে আমার,
হয়তো মরেও আছি বেঁচে,
         নষ্ট হবে স্মৃতি তোমার ।।
ভালোবাসার এই পরিণাম ,
       ভাবায়নি গো আগে আমায়,
প্রাক্তন হবো তোমার আমি
     প্রেম যে আমার যাবে চিতায় ।।