*পয়লা বৈশাখ
আজ পয়লা বৈশাখ, নতুন বছর,
নিয়ে এসেছে নতুন করে উম্মাদনা, আনন্দের আলোড়ন,
মুখ মিষ্টি করে নতুন পোশাকে সেজে উঠেছে বাংলা,
জেগে উঠেছে প্রাণ নেচে উঠেছে মন ।।
চারিদিকে হৈ হৈ রব, শুভেচ্ছা দেওয়া নেওয়ায় ব্যস্ত সব বন্ধু পরিজন,
ছুটির মেজাজ আর উৎসবের আয়োজন,
চলছে সবার মিষ্টি মুখের পালা,
আজ পয়লা বৈশাখ, এসেছে নিয়ে নতুন করে আশা ।
গর্বিত আমরা গর্ব মোদের বাংলা ভাষা ।।
দেখতে দেখতে একটা বছর পার হলো,
এলো আবার পয়লা বৈশাখ।
আগের বছর এই দিনে কতই না করেছিলাম প্রতিজ্ঞা,
সেই প্রতিজ্ঞা পূরণে দিতে হয়েছে কত পরীক্ষা,
ফলাফলের আশায় করেছি সারা বছর প্রতীক্ষা,
আজ আবার পয়লা বৈশাখ,
এসেছে নিয়ে নতুন করে জীবনের শিক্ষা ।।
পয়লা বৈশাখ সকল বাঙালির,
করে না কোনো ভেদ গরিব আর ধনবানে,
মানে না জাতিপ্রথা,রাখেনা কোনো ক্রোধ মনে,
তাই ভেদাভেদ,ঈর্ষা, ক্রোধ, লোভকে করে বর্জন,
জানিয়ে শুভেচ্ছা স্বহর্ষে এই পাবন দিনে সকলে করি উদযাপন,
পুরনোকে জানিয়ে বিদায় , নতুন করে আবার করি নববর্ষকে বরণ ।।