*পদ্ম পাতায় জল*


বলতো কত দিন পরে পেলাম সুযোগ,
ধরতে হাত তোমার,
তুমিও রেখেছো মাথা নিশ্চিন্ত মনে,
এই বৃদ্ধ বুকে আমার ।।
হয়েছে কি দুজনের যদিও
বয়স পেরিয়েছে আশী,
এখনোও ইচ্ছা করে বলতে তোমায়
"আমি তোমাকে ভালোবাসি" ।।
একই নৌকায় জীবনের পঞ্চাশ বছর ,
একসাথে করেছি পার,
ভুলে গিয়েছিলাম তোমার প্রেম,
বেঁধে রেখেছিলো এই সংসার,
কিন্তু এখন আবার ইচ্ছা আমার,
বলতে তোমায় শুনি,
এখনো তোমায় আমি
আগের মতো ভালো বাসি ।।
কথা ছিলো কখনো তোমায়
করবোনা ছল,
জীবনভর থাকবো পাশে
হবো তোমার বল,
আজকে দেখো রয়েছি পাশে,
কিন্তু হয়েছি দুর্বল,
জীবন আমার এখন যেনো
পদ্ম পাতায় জল।।
এখন আর পারিনা তোমায়
জোগাতে সে সাহস,
লাগে বড় অসহায় বেড়েছে বয়স,
পাশে তুমি আছো তাই বাঁচার আশা,
ভগবান দিয়েছেন আমায়,
তোমার ভালোবাসা।।
জীবনের এই মোড়ে নাই কিছু চাওয়া,
পেয়েছি অনেক আর নাই কিছু পাওয়া,
হৃদয়েতে নেই কাবু, তাই শুধু চায়,
শেষ দিনে কোল যেনো তোমারটাই পায় ।।