*ফিরে এসো বাবা*
মা,আমি আর যাবোনা স্কুল,
সবাই আমায় রাগায়,
নিতে সবার বাবা স্কুলে আসে,
বলোনা আমার বাবা কোথায়।।
মনে পড়ে মা বাজার যেতাম,
বাবার কাঁধে চেপে,
বাবা কী তখন কষ্ট পেতেল,
নাকি যেতেন তিনি রেগে।।
আমার কী মা জিদ বেশী,
বায়না হরেক রকম,
তবে কি বাবা রাগ করেছেন,
আসেন না তিনি এখন।।
বাবার সাথে মেলায় ঘোরা,
বেলুন কিনে আনা,
খুব পড়ে মা মনে বাবা,
আর খেলনা চাই না।।
রাতের বেলায় বাবার বুকে,
মাথা রেখে শোওয়া,
কোনোদিন আর হয়না কেনো,
বাবাকে আমার পাওয়া।।
বাবাতো আমায় ভালোবাসতেন,
চলে কেনো গেলেন,
দুষ্টুমী করবোনা মা আর,
দেখোনা বাবা যদি আসেন।।
বাবা আমার রাগ করোনা,
জলদি এসো ঘরে,
তোমার ছেলে কাঁদছে বসে,
একটু তাকাও ফিরে।।