*পাশের বাড়ির ছেলের রেজাল্ট*
জানোতো পাশের বাড়ির ছোট ছেলে রেজাল্ট ভালো করেছে,
সেই খুশিতে বাড়ির লোক পাড়ায় মিষ্টি খাইয়েছে।
অহংকারে আর বাঁচিনে, কিসের রেজাল্ট ভালো ?
মার্কশিটে কি আছে সেটা বলছে নাতো কারো।
দেখিনা তো পড়তে ওকে, খেলে সব সময়,
কি করে সে করলো ভালো , মোটামুটি পড়ায়।
সারাক্ষণই দেখি ওকে পাড়ায় পাড়ায় ঘোরে,
টিউশনে তে ফাঁকি মারে, আমার ছেলেই বলে।
গরমের ছুটি পেলেই ওরা,দেশ বিদেশ যায়,
পড়াশুনা করে কখন?পুরো ছুটি মজায় কাটায়।
নিশ্চই সে টুকলি করে,নয়তো প্রশ্ন জানে,
এমনি এমনি রেজাল্ট ভালো করবে কি ভাবে।
মা বাবার পয়সা আছে ,সেটা স্কুল ভালোই জানে,
কি জানি ভাই কোন টিচারের সাথে সেটিং ভালো আছে।
আদিখ্যেতার নেই যে অভাব ,ওর মা বাবার,
ঠিক আছে ফল করেছে ভালো, এতে এত নাচার কি দরকার।
সারাদিন পড়ার পরেও, ছেলে ফেল করেছে আমার,
ভুলভাল চেকিং ছিল ,তাই পুড়েছে কপাল আমার।।