*অশ্রুধারা*
ভালোবাসি আমি তোমায়,
তুমি পারলে বুঝতে আজকে,
মনের ভুলে ছিলাম আমি ,
ভাবতাম আগে, সব তুমি জানতে।।
যদি Attachments থাকতো শুধু,
তোমায় ভুলে যেতাম কবে,
প্রেম করেছি তাইতো আমার,
ভুলতে গেলে প্রাণটা যাবে।।
দূরে থাকি তো কি হয়েছে,
রাখি তোমায় চোখে,
ঠিক করে কাঁদিও না আমি,
যদি বয়ে যাও অশ্রুধারা হয়ে।।
আগেও ভালো বেসেছি তোমায়,
এখনো ভালোবাসি,
পরেও ভালবাসবো তোমায়,
হোক না কেন বয়স আশী।।
ভুলতে তুমি চাইবে যত,
পড়বো মনে তোমার অতোই,
এই জগতে কেউ নাই গো,
যে বাসবে ভালো আমার মতোই।।
আমার হৃদয় তুমি, জীবন তুমি,
কোনোদিন ছিলেনা চাহিদা,
মন করলে ভুলবো আমি,
এ অভ্যাস ছিলোনা।
সময়ের সাথে হয়তো ভুলে ,
যাবে আমায় তুমি,
প্রেমিক তোমার অনেক হবে,
শুধু আমার প্রেমিক তুমি।।