*অপেক্ষা*

আসছি বলে সেই যে গেলে,
কই আসলে না তো আর,
দিন থেকে রাত হলো ,
অপেক্ষা করবো কতো আর।।

সেই যে গেলে আসলে না আর,
অপেক্ষায় তবু তোমার,
দিন থেকে সপ্তাহ হলো,
দিলে না দেখা আর।।

বললে তুমি যাচ্ছো এখন,
ফিরবে এক পলকে আমার,
সপ্তাহ থেকে মাস গেলো,
কোনো খবর নাই যে তোমার।।

আসবো আবার দিলাম কথা,
শপথ নিলে আমার,
মাস থেকে বছর গেলো,
তবু দেখা নাই তোমার।।

তোমার আশায় ছিলাম বসে,
তুমি আসবে কাছে আমার,
বছর থেকে যুগ পেরোলো,
তুমি আসবে কবে আর।।

তুমি আসবে না আর জানলে আমি,
দিতাম না যেতে তোমায়,
যুগ যুগান্তর  চোখের জলে,
হতো না কষ্ট পেতে আমায়।।

আশা তবু করবো তোমার,
আমি জন্ম জন্মান্তর,
ফিরে এসো আমার কাছে,
অপেক্ষায় আমি থাকবো নিরন্তর।।