*অবসরের দিন*
জীবনের আট তিরিশ টা বছর দিয়েছি যেখানে,
আজ আমার শেষ দিন,কাজ থেকে অবসর সেখানে ।।
যে চেয়ারে বসতাম, কাল থেকে আর থাকবে না আমার,
পড়বেনা হাত সেই নিজস্ব ড্রয়ারে,
দেওয়ালের ক্যালেন্ডারের ছিড়তে হবেনা পাতা,
আনতে হবেনা টিফিন ,বসবে না সেই আসর।
অফিস থেকে নিচ্ছি আজ আমি অবসর ।।
বুকের ভেতর যেন কেমন অজানা ব্যাথা,
সবাই করছে আমার নাম, বলছে পুরোনো কথা,
উপহারে ভরিয়ে দিয়ে হচ্ছে কত আড়ম্বর,
কারণ নিচ্ছি আমি অফিস থেকে আজই অবসর ।।
ঘরের থেকে দিয়েছি বেশি সময় এখানে,
সবাই এত কাছের ছিল আজ লাগছে দূরত্বের।
কি জানি মন কাঁদছে কেন, উঠছে আলোড়ন,
নিজের বশে নেইকো আমি কারণ আজ অবসর ।।
ছিলাম আমি বড় বাবু এই অফিসের,
হুকুম আমার চলতো সদাই, থাকতো ছায়া পিয়নের,
কাল থেকে আর থাকবেনা কেউ, চলতে হবে একা,
এটাই হয়তো হবে আমার অবসরের সাজা ।।
মাস মাইনে আর পাবোনা ,পাবোনা পুজোয় বোনাস,
সঞ্চয় টায় হাত পড়বে ,চলবে কেমন মাস।
শরীরটাও চলছে খারাপ, খরচ আছে ওষুধের,
এটাই বড় চিন্তা আমার হচ্ছে অবসরের ।।
ভেবে ভেবেই সন্ধ্যা হলো, এবার বিদায় পালা,
সবাই আমার লাগছে বুকে, বিঁধছে যেন কাঁটা।
কাল থেকে আর হবেনা দেখা রোজ দেখেছি যাদের,
অবসরের দিন আজ আমার , তাই বিদায় জানাই তাদের ।।