*অভাগিনী মা*
আজ পথে দাঁড়িয়ে ছিলাম
একটি ট্রাফিক সিগনালে,
হঠাৎ গাড়ির কাঁচে মুখ পড়লো,
একটি বৃদ্ধা ভিখারিনির।
পরনে মলিন ছেড়া কাপড় ,
আর উস্ক খুস্ক চুলে,
হাত বাড়িয়ে দুইটি টাকা ,
চাইছে কাতর স্বরে।।
সময় ছিলো আমার কাছে,
তাই প্রশ্ন দিলাম ছুড়ে,
মা কি তোমার কেউ নাই গো,
ভিক্ষা করছো পথে?
চোখের জলে বলেন তিনি,
সব্ যে ছিলো ওনার,
যত দিন স্বামী ছিলেন বেঁচে,
ছিলো ওনার পূর্ণ সংসার।।
স্বামীর যেতেই ছেলে বৌএ,
তাড়িয়ে দিলো ঘরের থেকে,
ফেলনা বলে ফেলেই দিলো,
তবের থেকেই এই ফুটপাথেতে।।
ছেলের প্রতি রাগ নেই তার,
নাকি ছেলের পয়সা কম,
দুঃখে আছেন তবু ছেলের,
চাননা কোনো বদনাম।।
হয়তো আজ ওনার ছেলে,
লিখছে কত কথা,
Mother's day র দিনে মায়ের,
দেখাচ্ছে মিথ্যা ভালোবাসা।।
অভাগা এই মায়ের মতো,
কতই মায়েরা পথে,
হয়তো শাস্তি এটাই, কুসন্তানকে কেনো,
ধরেছিলেন ওনার পেটে।।
মা তো সবার জন্মদাত্রী,
সবার ওপরে উনি,
তবে কেনো ঘরে নেই জায়গা,
থাকেন ফুটপাথেতে তিনি ?