*নতুন সকাল*
রাতের ঘোর অন্ধকার কেটে,
মিষ্টি মধুর স্বপ্ন ভেঙ্গে,
ওই দেখো ভাই পূর্ব কোনে,
আলোর ছোঁয়া লাগে অঙ্গে ।।
পাখির ডাকে দিয়ে সাড়া,
সবুজ ঘাসে শিশির ভরা,
গায়ে দিয়ে রাঙা জামা,
ওই এসেছে রবি মামা ।।
নতুন দিনের স্বপ্ন নতুন,
শেষ না হওয়া গল্প পড়ুন,
মনে আবার জাগিয়ে আশা ,
জীবনরূপী গানটি ধরুন ।।
বন্ধু হবে নতুন রকম,
গুরুজন দের করে নমন,
ভুলে গিয়ে শত্রু দমন,
দিনের শুরু হবে এমন ।।
নিরাশার জাল টি ছিড়ে,
মান অভিমান ভাবাই মিছে,
আবার হবে নতুন করে,
দিনটা শুরু সকাল থেকে ।।