*নিজের পরিচয়*
এই পৃথিবীতে আমাদের পরিচয়ের মানুষের অভাব নাই,
আমরা পরিচয় চেনা জানা মানুষের মধ্যেই খুঁজে পাই।
কিন্তু আমরা কি নিজেকে চিনি?
নিজের পরিচয়ের পরিচিতি শুধু নামে আর পরিবারেই জানি ।।
ওই তো সেদিন ছেলেকে রাগ করে কত বকলাম, "রেগে গেলে ভালো হবেনা "এটাও বললাম,
কিন্তু আমি আমার রাগী স্বভাবটার অজানা ছিলাম ।।
নিজের কেউ হয়তো অনেক বড় মাপের মানুষ হলো তৈরি,
আমরা লোকের সামনে গর্ব করি তার সাথে পরিচিতি জানানের চেষ্টা করি, কিন্তু মনে মনে হিংসাও করি,
কিন্তু আমরা নিজের হিংসামি টাকে চিনি না।
আসলে আমরা নিজের পরিচয়ই জানিনা ।।
আমরা সবাই ভাবি আমাদের হাত খোলা, আমরা দানী,
কিন্তু ভিখারীকে দেওয়ার জন্য রান্নাঘর থেকে বের হয় সেই বাসী রুটি।
নিজের মন বড় ভাবি, নিজের কিপটামি টাকে দেখি না এটাই সত্যি এটাই খাঁটি ।।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভাবি সুদর্শন ,বিভিন্ন অঙ্গিভঙ্গি দিয়ে বাড়ানোর চেষ্টা করি চেহারার আকর্ষণ,
নিজের পরিচয় জানার চেষ্টা, সেটাও বলবে নাকি ওই দর্পন।।
নিজের সঠিক পরিচিতি নিজের থাকে অজানা,অন্যেরা তাকে চেনে,
তাইতো মনে বাসা বাঁধে অহংকার,নিজের পরিচয় না জেনে।