*নিজেকে চেনা*
সবাই কি আর চেনে নিজেকে,
না নিজের ভালো বোঝে,
অন্য লোকের ভাবনা নিয়েই,
সময় নষ্ট করে।
আমি ভাবি আমি ভালো,
তুমি ভাবো তুমি,
সবাই ভালো এ জগতে,
যদি নিজের দোষ না দেখি।
আয়না তো আর গুন দেখেনা,
রূপ দিয়ে কি হবে,
আমি কেমন বলবে সবাই,
তবেই প্রমান হবে।
ভালো মন্দ যাই করি না,
অন্যে করে বিচার,
তবে অহংকার কিসে নিজের,
নিজেকে চেনার নেই অধিকার।
সুখ দুঃখ কোনো কিছুই,
একার কারন নয়,
নিজেই নিজের নাম করাটা,
বুদ্ধিমানি নয়।
আমরা ভাবি আমায় কেনো,
করছে বদনাম,
কেউ বুঝিনা ভুল টা নিজের,
পাইনা কেনো সুনাম।
একটু ভালো হলেই ভাবি,
হিংসে লোকে করে,
নিজের দিকে তাকাই না আর,
স্বভাব বদলে গেছে।
জানতে গিয়ে শেষ হয়ে যায়,
দিন যে সবার কাজের,
সারা জীবন কেউ পারিনা,
চিনতে স্বভাব নিজের।