*মৃত্যু*
সত্য মিথ্যা মানব সঙ্গী
এটাই হলো জীবন,
মিথ্যা হলো মায়ার জগৎ
সত্য হলো মরন।।
বাঁচার জন্য হয় সংঘর্ষ,
মিথ্যা আর কদাচার।
ভাইয়ে ভাইয়ে লাগে দ্বন্দ্ব,
আদালতে তার বিচার।।
দুমুঠো অন্ন করতে জোগাড়,
লাগেনা কোনো ছল,
মরন কালে পড়বে মুখে,
শুধুই গঙ্গা জল।।
সকল জিবে করো প্রেম
থেকো সদাচারী ,
মৃত্য পরে হবে তুমি,
স্বর্গ লাভের অধিকারী।।
সৎপথে চলে দেখো,
হবেই তোমার জয়।
থাকবেনা ভাই মরণকালে,
মৃত্যর কোনো ভয়।।