**মন আমার এতই পাগল*
মন আমার এতই পাগল,
চায় শুধু তোমায়,
যতই আমি মন কে বোঝাই,
উল্টে বোঝায় আমায়।
চোখের কি আর দোষ দেবো ভাই,
চাই না তোমায় দেখি,
বন্দ করেও হয় নি কিছু,
স্বপ্নেও আসো তুমি।
শব্দ যে আর আর আসেনা,
আমার দুই কানে
শুধু তোমার মধুর বাণী ,
আমার কানে বাজে।
গন্ধ যে আর পাইনা আমি,
ফুলের বাগান থেকে,
নিঃশ্বাসে ও আছো তুমি,
বেঁচেই আছি ওতে।
নিয়ন্ত্রণে নেই যে আমার,
পা নিজের দুটোই,
আপন মনে যায় চলে যায়,
তোমার ঠিকানায়।
হাতে আমার নেই জায়গা,
যে অন্য কিছু ধরে
তোমার হাত শক্ত করে,
শুধু আছে যে ধরে।
মুখে আমার নাই যে বুলি,
কোনোই সুখে দুখে,
সারাক্ষণই নাম যে তোমার,
আসে আমার মুখে।
চোখ কান নাক হাত পা দুটোই,
আছে তোমার বশে,
দুজনার মাঝে দেখো,
কেউ না যেনো আসে।
মন আমার এতই পাগল,
চায় শুধু তোমায়,
যতই আমি মন কে বোঝাই,
উল্টে বোঝায় আমায়।