মেয়ে বিদায়
কাল ছিল ঘরে উৎসব।
টুনি বাল্বে সাজানো হয়েছিল বাড়ি,
ফুলের সুগন্ধ এলোমেলো ভাবে ছড়িয়ে ছিল বাতাসে,
কাল ছিল আমার ছোট্ট খুকির বিয়ে, আজ পালা বিদায়ের।
সকাল থেকেই মনটা আমার বড্ড ভারী,
খুব ইচ্ছা করছে একটু কাঁদি,
কিন্ত নেই যে সময় আমার কাছে,
কুটুম আছে ঘরে,যদি অযত্ন হয় পাছে।
মন করছে মেয়েকে বুকে টেনে নিই,
পাশে বসে কিছুক্ষন ওর মাথায় হাত বুলিয়ে দিই,
কিন্তু না একলাই তো পাচ্ছি না ওকে নিতে,
সবাই ওকে ঘিরে রেখেছে, চলছে বাসী বিয়ে।
চোখে চোখ পড়তেই দেখি মেয়ের চোখে জল,
চোখ নিলাম ঘুরিয়ে, আমিও যেনো হারিয়ে ফেলছি শরীরের বল।
দেখতে দেখতে চলে এলো বিদায়ের সময়,
বুকের ভিতর হচ্ছে ব্যাথা অনুভূতি, কাঁপছে হৃদয়।
কি করে দেবো বিদায় আশীর্বাদ,
মুখে আসছে না কোনো সংলাপ,
বাবা আমি, তাই কাঁদতে আমার বারণ,
কী করে করবো বিদায় যাকে করেছি পালন।
এ কেমন বিরহ , যাতে কান্নাতেও আছে সুখ,
আছে মিলন, আছে বিচ্ছেদ।।
হঠাৎ চালের দানা পড়লো মুখে,
মেয়ে মুক্ত হলো বাপের ঋণে,
সবাইকে কাঁদিয়ে আমার নয়ন মণি নিলো বিদায়,
বাপ হয়েছি, কাঁদবনা, কঠোর আমার হৃদয়।।