*মাধ্যমিকের ফলাফল*
"কই, তুই ঘুম থেকে উঠবি না ,নাকি পড়তে বসবি না?"
মায়ের চিৎকারে চোখ খুলে ছেলে বলে ,"এই তো উঠছি,তুমি চেঁচিও না"।
ছেলেকে নিয়ে মায়ের চিন্তা বড়ো,
মাধ্যমিক দেবে এবার,কি যে করবে ছেলে পড়াশুনায় মন নেই অতো,
সারাদিন শুধু পড়ে থাকে মাঠে, ক্রিকেট ব্যাট হাতে।
খেলছে খেলুক কিন্তু পরীক্ষার সময় তো পড়তে হবে,
95%এর উপর পেতে হবে,
না হলে পাড়ায় মুখ দেখাবো কি?
ছেলের বাবাও হয়েছে তেমন, কিছু বলেনা ছেলেকে,
আস্কারা দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছে,
বলে ,ওর যা মন করে তাই করুক না,
এ দিকে টেনশনে রাতে আমার ঘুম হয়না।
দেখতে দেখতে মাধ্যমিকের দিন এল চলে,
পরীক্ষা দিলো ছেলে, মানত করলাম পুজো দেবো ভাল রেজাল্ট হলে।
এদিকে ছেলের কোনো চিন্তা নেই,
পরীক্ষার আগের দিন গেলো selection ক্রিকেট টিমের,
কি যে দিলো পরীক্ষা সেটা ওই জানে,
তাই রাতে ঘুম নেই আমার, শান্তি নেই দিনে।
দেখতে দেখতে ফলাফলের দিন চলে এলো,
ছেলে পাশ করলো বটে তবে শুধু সেকেন্ড ডিভিশন পেলো,
আশে পাশের বাচ্চারা 90%এর উপর পেয়ে মিষ্টি দিয়ে গেলো,
লজ্জায় আমার গেলো মাথা কাটা,
ছেলের আমার ভবিষ্যত হলো নষ্ট এটাই আসল কথা।
রাতভর পারিনি শুতে শুধু কেঁদেছি,
ভোর রাতে যেই ঘুম এসেছে পাড়ার হল্লা চিল্লায় উঠে পড়েছি।
ছেলের বাবা হাসি মুখে ডাকছে আমায়,
"ওগো ওঠো ওঠো ছেলের কীর্তি কলাপ দেখো,
বাইরে সংবাদিকদের ভীড় পাবে,
ছেলে নাকি ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে ,তাই তার ইন্টারভিউ নেবে"।
আমি কিছু বুঝতে না পেরে বাইরে যাই, সত্যি ভীড় পাড়ার লোকের,
রিপোর্টারদের লাইন আমার বাইরে গেটের,
সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা কখন আমার ছেলেকে পাবে,
শুধু পাড়ার না রাজ্যের মুখ নাকি উজ্জ্বল করেছে ও তাই সংবর্ধনা দেবে।
আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে শুধু পড়ছে চোখের জল,
যে ছেলেকে খেলতে মানা ,বলেছি শুধু পড়াশুনা কর,
আজ সেই তার ক্রিকেট ব্যাট আজ করলো আমার মুখ উজ্জল,
ভুলিয়ে দিলো কালকের অভিশপ্ত দিন মাধ্যমিকের ফলাফল।