*মাস খরচা*
এই তো সব মাইনে পেলাম, খুশি খুশি ভাব,
ক্ষনিকের জন্য এটা, কারন সংসারেতে চাপ।।
ব্যাংকে টাকা বাড়লো বটে, দু দিনের জন্য,
এ দিক ও দিক দেওয়ার পরও, খরচ আছে অন্য।।
ঘর ভাড়া, ছেলের পড়া, মাসের বাজার খরচ,
সরিয়ে রাখি রোজের বাজার আর কিছু হাত খরচ।।
ঘর করেছি কিস্তি আছে, আছে গাড়ির লোন,
কমছে এবার জমা টাকা, হচ্ছে দুরু দুরু মন।।
মাসের সবে পাঁচটা তারিখ ,পকেট দেখি ফাঁকা,
ব্যাংক একাউন্টে পড়ে আছে গুটি কয়েক টাকা।
এ মাসেতে বিয়ে বাড়ি, আছে জন্ম দিন ,
এক মাত্র ভরসা এবার ক্রেডিট কার্ডের ঋণ।।
উড়ো খরচ আসতে বাকি কেউ জানে না কখন,
নির্দ্বিধায় পাতো হাত, বন্ধু আছে যখন।
শখ আল্লাদ ছিল অনেক ,যখন ছিল বাবার হোটেল ,
নিজের বেলায় অষ্টরম্ভা , বুঝি সংসারের কি খেল।।
মাসের শুরু হয় যে সুখের, হাতে অনেক টাকা,
শেষ টা হয় উধারিতে, ব্যাংক ব্যালান্স ও ফাঁকা।।