*মা বন্ধু*

ছোট্ট খোকা ঈশারাতে,
বলছে নিজের মতো,
না থাকলে মা তুমি,
আমার কি হতো?

যখন আমার পায় খিদে মা,
দাওনা সুযোগ বলার,
কি করে মা বোঝো তুমি,
লাগবে কী আমার?

তোমায় কেন খুঁজি জানো মা,
কান্না যখন পায়,
হাসিমুখে কত অভিনয়,
তখন করতে দেখি তোমায়।।

রাতে যখন ঘুম আসেনা,
কোলে দোলাও তুমি,
কি করে মা শিখলে এমন,
দোলনা হতে তুমি ?

হাত পা ছুড়ে খেলি যখন,
তুমিও খেলো আমার সাথে,
নাম না জানা এই খেলাটা,
মা, শিখলে কার কাছে?

কষ্ট আমার হয় যে কিসে,
শুধুই বোঝো তুমি,
জাদু জানো,তাই না মা?
তুমি অন্তর্যামী।।

বলতে কথা না পারলেও,
সব বুঝি মা আমি,
এই জীবনের স্বার্থহীন,
বন্ধু আমার তুমি।।