মা-2
মায়ের নামে কি বা লিখি,
মাই লিখেছে আমার নাম।
দেশ বিদেশে যতই ঘুরি,
মাই আমার চার ধাম।।
ছোট্ট বেলায় বুঝতাম যে,
মা জানে না গুনতে।
রুটি একটা চাইলে পরেই,
যেতেন দুটো আনতে।।
কোথাও গেলাম, সন্ধে হলে
যদি পথে হলো দেরি ,
সব ছেড়ে মা ঠাকুর ঘরে,
ডাকতো হরি হরি।।
কলহ যদি হতো মনে,
কোনো কারণ নিয়ে।
শান্তি পেতাম মায়ের কোলে
একটু মাথা দিয়ে।।
খালি ওষুধে রোগ সারে না,
হয়তো মনের ব্যরাম,
ঝাড়পুক টা করতো মা যে,
তবেই পেতাম আরাম।।
জীবনমরণ মানে বুঝলাম,
একটা কথাই খাঁটি,
মৃত্যুর হয় অনেক কারন,
জন্মের কারন মাই।।